
নোবিপ্রবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ ডিসেম্বর
Product Description
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ ডিসেম্বর শুরু হবে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২৬-২৮ অক্টোবর তিন দিনব্যাপী মোট ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবার প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান ও আইনসহ মোট ৬টি অনুষদ এবং আইআইটি ও আইআইএস ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয়ে মেধা ও কোটাসহ ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হয়।
এ শিক্ষাবর্ষে ৩০টি বিষয়ে ১৩৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।এবছর নতুন ৭টি বিষয়যোগ হওয়ায় গতবারে তুলনায় আরো বেশিসংখ্যক শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পায়।
(ঢাকাটাইমস/
এই সংবাদটি ঢাকাটাইমস/ অনলাইন পোর্টাল থেকে সংগ্রহীত
0 Reviews:
Post Your Review