এমপিওভুক্ত হলেন বাদপড়া ২২৮ জন মাদ্রাসা শিক্ষক - Education Board Bangladesh

Education Board Bangladesh

SUBTOTAL :

Follow Us

এমপিওভুক্ত হলেন বাদপড়া ২২৮ জন মাদ্রাসা শিক্ষক

এমপিওভুক্ত হলেন বাদপড়া ২২৮ জন মাদ্রাসা শিক্ষক

Short Description:

Product Description




বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল ও আলিম স্তরের বাদপড়া ২২৮ জন শিক্ষককে এমপিওভুক্ত করার (মান্থলি মেমেন্ট অর্ডার) আদেশ দিয়েছে সরকার। এরমধ্যে দাখিল স্তরের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক ১৬৪ জন ও বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ২১ জন এবং আলিম স্তরের বিজ্ঞান বিষয়ের প্রভাষক রয়েছেন ৪৩ জন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত শ্রেণি শাখা অনুমোদনের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের ২০১১ সালের ১৩ নভেম্বর পরিপত্র জারি করে এমপিও বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ওই পরিপত্রে বলা হয়েছিল, ‘এমপিও নির্দেশিকা ২০১০’-এ যাই থাকুক, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত শ্রেণিশাখা বা বিভাগ খোলার ক্ষেত্রে ওইসব বিষয়ের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের বেতন-ভাতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে। সরকার এসব শিক্ষকদের বেতন-ভাতা বহন করবে না।

ওই নির্দেশের ফলে বিধি অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারেননি। বাদপড়া এসব শিক্ষকের এমপিও দিতে গত আগস্টে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সিদ্ধান্তের আলোকে বাদপড়া শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দেওয়া হলো।

এসব শিক্ষককে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী অনলাইনে এমপিওভুক্তির আবেদন করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, এমপিওভুক্তির পর শিক্ষকরা ভাতা পাবেন, বেতন পাবেন না। শিক্ষকদের এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

0 Reviews:

Post Your Review