কোমলমতি শিশুদের ওপর অত্যধিক চাপ পড়ায় আগামী ২০১৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) আর নাও নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই পিইসি পরীক্ষার বদলে কেবল জেএসসি পরীক্ষা নেওয়া হতে পারে।’
রবিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে চলমান পিইসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
রাশেদ খান মেনন বলেন, পিইসি পরীক্ষার জন্য একজন ছোট শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয় তা সত্যিই ভাবার বিষয়। বিষয়টি কেবল ছোট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যেও উদ্বেগের। কাজেই আগামী বছর থেকেই পিইসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুলের পিইসি পরীক্ষাকেন্দ্র ঘুরে অভিভাবকদের সঙ্গে কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন
রাজধানীর সেগুনবাগিচা এলাকার বিভিন্ন স্কুলে পিইসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী মেনন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে তাদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে খোঁজ-খবর নেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।
এই সংবাদটি বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টাল থেকে সংগ্রহীত
0 Reviews:
Post Your Review