চট্টগ্রাম ভেটেরিনারিতে ভর্তি পরীক্ষা শনিবার - Education Board Bangladesh

Education Board Bangladesh

SUBTOTAL :

Follow Us

চট্টগ্রাম ভেটেরিনারিতে ভর্তি পরীক্ষা শনিবার

চট্টগ্রাম ভেটেরিনারিতে ভর্তি পরীক্ষা শনিবার

Short Description:

Product Description




চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৩৮ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফিশারিজ—এই তিন অনুষদে মোট ২৪৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে এক ঘণ্টার লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা। পরীক্ষার দিন সন্ধ্যায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।

0 Reviews:

Post Your Review